ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোলায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
ভোলায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই ডাকাত আটক

ভোলা: ভোলায় নৌ-বাহিনীর যৌথ অভিযানে একটি রিভলবার ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) ভোর রাতের দিকে সদরের রৌদ্রেরহাট এলাকা থেকে অস্ত্রসহ মনির ও রাসেল নামে এ দুই ডাকাতকে আটক করা হয়।

নৌবাহিনী জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি টিম ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের রৌদ্রেরহাট এলাকায় অভিযান চালিয়ে ডাকাত মনির ও রাসেলকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে একটি রিভলবার, পাঁচটি রাম-দা, তিনটি ক্রিজ,একটি চাকু, দুটি বল্লম, তিনটি দা, একটি চাবুক, একটি চাইনিজ হেমার ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

নৌ কন্টিজেন্ট কমান্ডার আবু বকর জানান, আটকদের নামে ভোলা সদর থানায় একাধিক মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তিদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।