ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

যশোর সরকারি সিটি কলেজ ছাত্রলীগ সভাপতির ওপর বোমা হামলা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১২

যশোর: ছাত্রলীগের যশোর সরকারি সিটি কলেজ শাখার সভাপতি মারুফ ইকবালকে লক্ষ করে বোমা হামলা করা হয়েছে । এতে অল্পের জন্য বেঁচে গেছেন তিনি।

বোমাটি লক্ষভ্রষ্ট হয়ে বিস্ফোরিত হয়েছে।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে কলেজ সংলগ্ন ছাত্রাবাসের সামনে এ বোমা হামলার ঘটনা ঘটে।  

মারুফের অভিযোগ, ছাত্রলীগের সিটি কলেজ শাখার সহ-সভাপতি বিল্লাল হোসেনের নেতৃত্বে এ বোমা হামলা চালানো হয়েছে।

তবে, যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বাংলানিউজকে জানান, ছাত্রাবাস থেকে মোবাইল ফোন ছিনতাইকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে বহিরাগত দুর্বৃত্তরা সেখানে বোমা হামলা চালিয়েছে। কিন্তু পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের কারণে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি।

জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদও একই রকম দাবি করে বাংলানিউজকে জানান, ছিনতাইকারীরাই বোমা হামলার সঙ্গে জড়িত। কিন্তু এ নিয়ে মারুফ ও বিল্লালের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। জেলা নেতারা তাদের নিয়ে বসার পর সেটার অবসান হয়েছে।

এদিকে, কলেজের সাধারণ ছাত্ররা বাংলানিউজকে জানান, ছাত্রাবাস দখলসহ নানা কারণে কলেজ ছাত্রলীগের ওই দুই নেতার মধ্যে` বিরোধ চলে আসছিল। এদের মধ্যে বিল্লাল জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদের এবং মারুফ জেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের অনুসারী।  

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।