ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

স্বর্ণালংকার ও টাকার জন্য খুন হন অঞ্জলী রানী, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
স্বর্ণালংকার ও টাকার জন্য খুন হন অঞ্জলী রানী, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার শহরতলীর দৌলতদিয়ায় অঞ্জলী রানী প্রামাণিক নামে এক নারীকে খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় খুনের অভিযোগে ওয়াদুদ ওরফে ওদু মণ্ডল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ওয়াদুদ ওরফে ওদু মণ্ডল দৌলতদিয়ার গ্রামের মৃত সুবাদ মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, খুনের ঘটনায় সদর থানা পুলিশ, সাইবার ক্রাইম, গোয়েন্দা শাখা ও সিআইডির একাধিক টিম তদন্তে নামে। অভিযানে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি টিম শনিবার (২৬ অক্টোবর) ভোরে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু শিংগা গ্রাম থেকে হত্যার অভিযোগে ওয়াদুদ ওরফে ওদু মণ্ডলকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজতে থাকা স্বর্ণের নেকলেস, ৩টি স্বর্ণের পলা, ৪টি স্বর্ণের কানের দুল, ১টি স্বর্ণের কানের রিং, ২টি রুপার নুপুর এবং নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার ঘটনা স্বীকার করেছেন। পরে তার হেফাজত থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়। অভিযুক্ত যুবক ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এর আগে, গত ২০ অক্টোবর সকাল ৮টা থেকে বেলার ১১টার মধ্যে অঞ্জলী রানীকে হত্যার পর, বসতঘরের সাব-বাক্স থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

** চুয়াডাঙ্গায় গৃহবধূকে গলা কেটে হত্যা

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।