ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোলায় যৌথ অভিযানে অস্ত্রসহ ২ ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
ভোলায় যৌথ অভিযানে অস্ত্রসহ ২ ডাকাত আটক

ভোলা: ভোলার দৌলতখানে যৌথ অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও ছয়টি দেশীয় অস্ত্রসহ দুইজন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড।

রোববার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার চরপাতা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- লোকমান হোসেন ও তার ছেলে হাসনাইন।

কোস্টগার্ড দক্ষিণ জোন জানায়, আটক দুই সন্ত্রাসী দীর্ঘদিন ধরে ভোলার মেঘনা নদীতে ডাকাতি ও চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। জেলেদের দেওয়া তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় চরপাতা থেকে লোকমান ও তার ছেলে হাসনাইনকে গ্রেপ্তার করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. রিফাত হেসেন জানান, আটকদের অস্ত্রসহ দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।