ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আইসিসিবিতে শুরু হচ্ছে নির্মাণ ও আবাসন শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
আইসিসিবিতে শুরু হচ্ছে নির্মাণ ও আবাসন শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী

ঢাকা: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী নির্মাণ, আবাসন, বিদ্যুৎ ও পানি শিল্পের ৬টি পৃথক আন্তর্জাতিক প্রদর্শনী।

আগামী ১৪ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত আইসিসিবিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রদর্শনীগুলোর আয়োজন করেছে কনফারেন্স অ্যান্ড এক্সিবিশর ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস- গ্লোবাল ইউএসএ)।

প্রদর্শনীগুলো হলো- নির্মাণ সামগ্রী, নির্মাণ প্রণালী ও সরঞ্জাম বিষয়ক প্রদর্শনী ‘২৯তম বিল্ড বাংলাদেশ ২০২৪’, রিয়েল এস্টেট ও হাউজিং বিষয়ক প্রদর্শনী ‘৬ষ্ঠ ওয়াটার রিয়েল এস্টেট এক্সপো ২০২৪’, পানি প্রযুক্তি ও সমাধান বিষয়ক প্রদর্শনী ‘৬ষ্ঠ ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো ২০২৪’, বিদ্যুৎ উৎপাদন, ট্রান্সমিশন ও নবাযনযোগ্য শক্তি বিষয়ক প্রদর্শনী ‘২৬তম পাওয়ার বাংলাদেশ ২০২৪’, ‘২১তম সোলার বাংলাদেশ ২০২৪’ এবং ‘৬ষ্ঠ ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো ২০২৪’।

রোববার (২৭ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় আয়োজক সংস্থা সেমস- গ্লোবাল ইউএসএ।  

সংবাদ সম্মেলনে প্রদর্শনী সম্পর্কে সেমস- গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টে মেহেরুন এন. ইসলাম বলেন, বহুমাত্রিক শিল্পক্ষেত্র নিয়ে আয়োজিত এই প্রদর্শনীসমূহ বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে সহায়ক হবে বলে আমরা আশাবাদী। একাধারে নির্মাণ শিল্প, আবাসন ও বিদ্যুৎ শিল্পের অগ্রগতি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া, প্রদর্শনীগুলো একটি ফলপ্রসূ প্ল্যাটফর্ম হিসেবে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সরাসরি বি-টু-বি যোগাযোগ স্থাপনের মাধ্যমে বাণিজ্যের প্রসারে কার্যকর ভূমিকা পালন করবে।

আয়োজকরা জানান, প্রদর্শনীতে ২০টি দেশের প্রায় ৫০০টিরও বেশি কোম্পানি ১৯৫টি বুথের মাধ্যমে অংশগ্রহণ করবে। ক্রেতা এবং সরবরাহকারীদের রাজধানী ঢাকায় একই ছাদের নিচে একত্রিত হয়ে পণ্য প্রদর্শন ও একে অপরের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম তৈরি করবে।  

প্রদর্শনীগুলো প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে সেমস গ্লোবাল।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, সেমস-বাংলাদেশের মার্কেটিং বিভাগের প্রধান মাহমুদ রীয়াদ হাসান এবং বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্রাটেজিক প্ল্যান বিভাগের এজিএম আশরাফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা,অক্টোবর ২৭, ২০২৪
এসসি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।