ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদার জন্য ব্যবসায়ীকে মারধর, পৌর বিএনপির আহ্বায়কসহ বহিষ্কার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
চাঁদার জন্য ব্যবসায়ীকে মারধর, পৌর বিএনপির আহ্বায়কসহ বহিষ্কার ৩

বরিশাল: গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক এস এম জাকির হোসেনসহ তিন নেতাকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। চাঁদার জন্য এক ব্যবসায়ীকে মারধরের দায়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

রোববার (২৭ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দখল, সন্ত্রাস এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে ওই তিন নেতাকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় বরিশালের গৌরনদী পৌর বিএনপির আহ্বায়কসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- পৌর বিএনপির আহ্বায়ক এস এম জাকির হোসেন, পৌর বিএনপির সদস্য ফরহাদ শরীফ, বিএনপি নেতা নাজমুল হাসান মিঠু ও যুবদল কর্মী এসএম সজীব শরীফ।

গ্রেপ্তার চারজনই সম্পর্কে নিকট আত্মীয় ও গৌরনদী উপজেলার সরিকল, টরকী বন্দর, সুন্দরদী ও বাউরগতি এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানিয়েছেন, মঙ্গলবার রাতে সেনাবাহিনীর সদস্যরা টরকী বন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে।

ব্যবসায়ীর মামলার অভিযোগের বরাতে পুলিশ জানায়, গত শুক্রবার রাতে বিএনপির কর্মী নাজমুল হাসান মিঠু টরকী বন্দরের ফ্লেক্সিলোড ব্যবসায়ী একে এম জামিল সিকদারকে (মিঠু সিকদার) ফোন করে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু পরবর্তীতে গত মঙ্গলবার রাতে টরকী বন্দর হাইস্কুলের পেছনে থাকা ব্যবসায়ী মিঠু সিকদারের বাসায় গিয়ে চাঁদার টাকা চায় বিএনপি নেতা নাজমুল হাসান মিঠু তার খালাতো ভাই যুবদল কর্মী এসএম সজীব শরীফ এবং তাদের স্বজন পৌর বিএনপির আহ্বায়ক এস এম জাকির শরীফ, পৌর বিএনপির সদস্য ফরহাদ শরীফ। ব্যবসায়ী চাঁদা দিতে অপারগতা জানালে তাকে মারধর করেন তারা। তবে ব্যবসায়ীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হুমকি দিয়ে চলে যান বিএনপি নেতারা। এদিকে বিষয়টি ব্যবসায়ী মিঠু সিকদার ও তার বোন তহমিনা আক্তার পাখি স্থানীয় সেনা ক্যাম্পকে অবহিত করে এবং থানায় একটি মামলা দায়ের করেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, অভিযোগ পেয়ে সেনা সদস্যরা রাতেই টরকী বন্দর এলাকা থেকে চারজনকে আটক করে। পরে ওই ব্যবসায়ীর দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হয়। বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়।

যদিও এ ধরণের ঘটনা শুরু থেকেই অস্বীকার করে আসছেন এস এম জাকির হোসেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।