ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বালু উত্তোলনকারীদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে নালিতাবাড়ীতে ১৪৪ ধারা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
বালু উত্তোলনকারীদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে নালিতাবাড়ীতে ১৪৪ ধারা 

শেরপুর: অবৈধভাবে বালু উত্তোলনকারীরা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করায় শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।  

রোববার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেক রাত ১২টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

 

উপজেলা প্রশাসন জানায়, উপজেলা প্রশাসনের ১৪৪ ধারা জারির ব্যাপারে শনিবার রাত সাড়ে ১১টায় পৌরশহরে মাইকিং করা হয়।

এতে বলা হয়, যেহেতু বালু উত্তলনকারীরা ২৭ অক্টোবর নালিতাবাড়ী পৌর এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা করছেন। আইনশৃঙ্খলা রক্ষার্থে পৌর শহরে সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এ ১৪৪ ধারা জারি করেন।

১৪৪ ধারা বহাল থাকা অবস্থায় নালিতাবাড়ী পৌরসভায় সব ধরনের সভা, স্লোগান, হট্টগোল, মাইক ব্যবহার, ঢোল বাজানো ও সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু তোলা বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা এবং ড্রেজার মেশিন ধ্বংস কররে আসছে প্রশাসন। এতে ক্ষিপ্ত হয়ে অবৈধ বালু ব্যবসায়ীরা রোববার শহরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিশৃঙ্খলা সৃষ্টির শঙ্কায় পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১৪৪ বাস্তবায়নে শহরে আ সেনা, পুলিশ ও আনসার বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।