ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তার ‘আত্মহত্যা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তার ‘আত্মহত্যা’

লক্ষ্মীপুর: রামগঞ্জ উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লাফিয়ে মোস্তফা তারেক ইকবাল ওরফে রবিন পাটোয়ারী (৩৫) নামে এক ব্যক্তি ‘আত্মহত্যা’ করেছেন বলে অভিযোগে উঠেছে।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে পরিষদের নির্মাণাধীন ভবনের ৫ তলা ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তিনি।

মোস্তফা তারেক উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

তিনি সদর উপজেলার পৌর এলাকার বাসিন্দা ও দুই সন্তানের বাবা। তার মরদেহ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

জানা গেছে, রোববার বিকেল ৩টায় পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেক ইকবাল উপজেলা পরিষদের নির্মাণাধীন ৫ তলা ভবনের ছাদ থেকে লাফ দেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদ থেকে লাফিয়ে পড়ায় তারেক ইকবালের মৃত্যু হয়েছে। তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে৷

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।