ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহিদুজ্জামান বেল্টু আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহিদুজ্জামান বেল্টু আর নেই শহিদুজ্জামান বেল্টু

ঝিনাইদহ: ঝিনাইদহ-৪ কালিগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম শহিদুজ্জামান বেল্টু (৭৮) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে মারা যান তিনি।

 

শহিদুজ্জামান বেল্টুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ।  

পারিবারিক সূত্রে জানা গেছে, শহিদুজ্জামান বেল্টু ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের হাসনহাটি গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবনে তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির মাধ্যমে রাজনীতি শুরু করেন। পরে বেল্টু এরশাদ সরকারের সময়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। এরশাদের পতনের পর তিনি বিএনপিতে যোগদান করেন এবং ১৯৯১ সালের নির্বাচনের অংশ নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ২০০১ সাল পর্যন্ত পর পর নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। বেল্টু সংসদ সদস্য থাকা কালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির সহ-সভাপতির ও মৃত্যুর আগ পর্যন্ত দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।  

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ জানান, শহিদুজ্জামান বেল্টুর প্রথম জানাজা মঙ্গলবার বেলা ১১টায় ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে, একই দিন জোহর বাদ কালীগঞ্জ সরকারি ভূষণ স্কুল মাঠ ও এশাবাদ তার গ্রামের বাড়ি কালীগঞ্জ উপজেলার হাসানহাটি গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।  

বিএনপি নেতা শহিদুজ্জামান বেল্টুর মৃত্যুতে তার নিজ নির্বাচনী এলাকাসহ জেলাতে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর পেয়ে নেতাকর্মীরা দলে দলে ঝিনাইদহ শহরের কলাবাগান পাড়াস্থ বেল্টুর নিজ বাস ভবনে জড়ো হন।  

এদিকে বিএনপি নেতা বেল্টুর মৃত্যুতে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ বিএনপির সব  অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শোক  জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।