ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

ঢাকা: আওয়ামী লীগ সরকারের সময়ে দায়িত্ব পাওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও দুই কমিশনার মঙ্গলবার (২৯ অক্টোবর) পদত্যাগ করেছেন।  

চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, কমিশনার আছিয়া খাতুন ও কমিশনার জহুরুল হক ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

গণঅভ্যুত্থানে সরকার বদলের আড়াই মাসের মাথায় তারা সরে দাঁড়ালেন।

মঈনউদ্দীন আবদুল্লাহ নিজেই গণমাধ্যমকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, তার সঙ্গে দুই কমিশনারও পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মঈনউদ্দীন আবদুল্লাহ এক সময় ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। ২০২১ সালের ৩ মার্চ রাষ্ট্রপতি তাকে দুদক চেয়ারম্যানের দায়িত্ব দেন।

দুই কমিশনারের মধ্যে মো. জহুরুল হক সাবেক জেলা জজ, আর আছিয়া খাতুন সরকারের সাবেক সচিব।

দুদক চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং কমিশনাররা হাইকোর্ট বিভাগের বিচারকের সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করেন।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগের সরকারের পতন হয়। এরপর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যাপক রদবদল দেখা যায়।  

অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত আগস্টেই দুদক চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের আলটিমেটাম দিয়েছিল।  

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এসএমএকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।