ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
ঝিনাইদহে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন সংগৃহীত ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় পাঁচ হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. জাকারিয়াহ এ দণ্ডাদেশ প্রদান করেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- আলী রেজা ওরফে কালু ও মহসিন আলী। শীর্ষ সন্ত্রাসী আলী রেজা ওরফে কালু পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৪ ডিসেম্বর শৈলকুপার ত্রিবেনী গ্রামের মাঠে শেখপাড়া গ্রামের শহীদ খা, ত্রিবেনী গ্রামের শাহনেওয়াজ, একই গ্রামের ফারুক, নুরু কানা ও কুষ্টিয়ার ভবানীপুর গ্রামে কটাকে গুলি ও জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পরদিন শৈলকূপা থানায় ৩৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করে। ২০০৫ সালের ১ মার্চ ১৫ জনের নামে পুলিশ আদালতে চার্জশিট জমা দেন। এর মধ্যে চারজন মৃত্যুবরণ করেছেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২২ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার বিকেলে আদালত দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকিদের ওই মামলা থেকে অব্যাহতি দেন।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।