ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

খানাখন্দে বেহাল পঞ্চগড়-দেবীগঞ্জ আঞ্চলিক সড়ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
খানাখন্দে বেহাল পঞ্চগড়-দেবীগঞ্জ আঞ্চলিক সড়ক

পঞ্চগড়: পঞ্চগড়-ভাউলাগঞ্জ-দেবীগঞ্জ আঞ্চলিক সড়কে সংস্কারের অভাব, নিম্নমানের সামগ্রী দিয়ে সংস্কার ও নির্মাণ করায় ১৮ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা দেখা দিয়েছে। সড়কটিতে খানাখন্দ ও অসংখ্য ছোট-বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিনিয়নত ঘটছে দুর্ঘটনা।

ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয়রা।

সরেজমিনে ঘুরে দেখা যায় ঝুঁকি নিয়ে রাস্তাটি দিয়ে যাতায়াত করছে বিভিন্ন যানবাহন।

জানা গেছে, তিন বছর আগে পঞ্চগড়-দেবীগঞ্জ আঞ্চলিক সড়কের ভাউলাগঞ্জ থেকে দেবীগঞ্জ পর্যন্ত গ্রামীণ সড়কটি মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় প্রায় দুই কোটি টাকা চুক্তিমূল্যে মেরামত করা হয়। কিন্তু কয়েকদিন না যেতেই খানাখন্দ ও গর্ত দেখা দিতে শুরু করেছে। এতে আশপাশের চার ইউনিয়নের বাসিন্দাসহ সড়কটি দিয়ে চলাচলকারীরা চরম বিপাকে পড়ছে। সড়কটি দ্রুত মেরামতের দাবি করেছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা মাসুদ পারভেজ বাংলানিউজকে বলেন, আমাদের এই সড়কটি দীর্ঘদিন থেকে ভাঙা ও খানাখন্দে ভরা। গত তিন বছরের অধিক সময় ধরে মানুষজন এই সড়কটি দিয়ে অনেক ভোগান্তি নিয়ে চলাচল করছে। দেখার কেও নেই।

আরেক বাসিন্দা লিটন বলেন, প্রতিদিন এই ১৮ কিলোমিটার রাস্তার বিভিন্ন স্থানে ভাঙা ও খানাখন্দ থাকায় ছোট-বড় দুর্ঘটনা ঘটেই চলেছে।

চিলাহাটি ইউনিয়নের বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, এই সড়কটি গত সরকারের আমলে এখানকার একজন প্রভাবশালী মন্ত্রীর ভাগিনা মেরামতের কাজ করেছিলেন। তার দুর্নীতি, অনিয়ম ও নিম্নমানের কাজের কারণে এখন আমরা সবাই ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছি। আমাদের দাবি দ্রুত যেন এই সড়কটির মেরামত করা হয়।

এদিকে একই অভিযোগ করছে সড়কটি দিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালকেরা। তাদের অভিযোগ, বিকল্প রাস্তা না থাকায় ঝুঁকি নিয়ে চলতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান বাংলানিউজকে বলেন, অতিবৃষ্টি ও ভারী যানবাহনের চলাচলের কারণে এই ভাঙন ও দুর্ভোগ দেখা দিয়েছে। সড়কটি নতুন করে মেরামতে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এখন ঠিকাদার নির্বাচন করে দ্রুত মেরামতের কাজ শুরু করা হবে।

এলজিইডি তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরের নতুন প্রকল্পে এক কোটি দুই লাখ টাকা ব্যয়ে সড়কটি দ্রুত মেরামত করা হবে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।