ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ছুরিকাঘাতে ছিনতাইকারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
গাজীপুরে ছুরিকাঘাতে ছিনতাইকারী নিহত

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

নিহত হলেন-ফেনী সদর থানার কুরটিয়া এলাকার করিম উল্লার ছেলে জাফর উল্লাহ (৩৫)।

পুলিশ জানায়, আগে টঙ্গী এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন জাফর উল্লাহ। পরে তিনি খিলগাঁও নন্দীপাড়া এলাকায় বসবাস শুরু করেন। তিনি একজন ছিনতাইকারী। মঙ্গলবার রাতে তিনি টঙ্গী এলাকায় আসেন। এ সময় তাদের চারজন ছিনতাইকারীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে জাফর উল্লাহকে অন্য এক ছিনতাইকারী ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাফর উল্লাহর মৃত্যু হয়। এ ঘটনায় সজিব নামে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ জানান, ছিনতাইকারীদের মধ্যে ঝগড়া হলে এক ছিনতাইকারী ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও মুমূর্ষু একজন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।