ঢাকা: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডার) বিজনেস ডেভেলপমেন্ট প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন নাহিয়ান রহমান রোচি। বিডায় তিনি অতিরিক্ত সচিব পদ মর্যাদায় যোগদান করবেন।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বিডার জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মণ্ডলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
নাহিয়ান সরাসরি বিডার নির্বাহী চেয়ারম্যানের অধীনে কাজ করবেন এবং এর উচ্চপদস্থ নেতৃত্ব দলের অংশ হিসেবে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, ব্যবসার পরিবেশ উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার বিভিন্ন কৌশল বাস্তবায়নে কাজ করবেন।
নাহিয়ান রহমান রোচি এর আগে দক্ষিণ কোরিয়ার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো রথম্যানসের ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং এবং বাংলাদেশে বিভিন্ন শীর্ষ পদে তার দক্ষতা প্রমাণ করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে স্নাতক করেন। মির্জাপুর ক্যাডেট কলেজের সাবেক ছাত্র নাহিয়ান রহমান রোচি। তার পেশাগত দক্ষতা সিআইএমএ এবং সিপিএ সার্টিফিকেশন দ্বারা সমৃদ্ধ।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
জেডএ/এমজে