ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

লেগুনা স্ট্যান্ডে চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
লেগুনা স্ট্যান্ডে চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

ঢাকা: রাজধানীর রামপুরার বনশ্রী লেগুনা স্ট্যান্ডে চাঁদা তোলাকে কেন্দ্র করে চালক হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ।  

বুধবার (৩০ অক্টোবর) রামপুরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন মো. সোহেল (৩২) ও মো. রাতুল ইসলাম (২১)।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, বনশ্রী লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে হত্যা ও গুরুতর আঘাতের ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩ জনকে অভিযুক্ত করে আজ বুধবার  বাড্ডা থানায় একটি মামলা রুজু হয়।  

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রামপুরা ব্রিজের ওপর বনশ্রী লেগুনা স্ট্যান্ডে চাঁদা তোলা নিয়ে চালক মো. হাসান হাওলাদারের সঙ্গে কয়েকজনের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে মো. সোহেল ও রাতুলসহ অন্য আসামিরা ক্ষিপ্ত হয়ে ধারালো চাপাতি ও ছুরি দিয়ে হাসানকে আঘাত করে।  

আরও পড়ুন: চাঁদা আদায়ে বাধা দিয়ে খুন হলেন লেগুনাচালক

হাসানকে বাঁচাতে তার বন্ধু মো. নূরে আলম এগিয়ে এলে তিনিও হামলার শিকার হন। পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. হাসান হাওলাদারকে মৃত ঘোষণা করেন। নূরে আলমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

থানা সূত্রে জানা যায়, তদন্তাধীন এ মামলায় বাড্ডা থানার একটি দল তথ্য-প্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে মো. সোহেল ও মো. রাতুল ইসলামকে গ্রেপ্তার করে।  

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।