ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদা আদায়ে বাধা দিয়ে খুন হলেন লেগুনাচালক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
চাঁদা আদায়ে বাধা দিয়ে খুন হলেন লেগুনাচালক

ঢাকা: রাজধানীর রামপুরায় ছুরিকাঘাতে হাসান (২২) নামে এক লেগুনাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরেক চালক নুরে আলম (২৩)।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

আহত নুরে আলম জানান, হাসানের মতো তিনিও লেগুনাচালক। রামপুরা-বনশ্রী থেকে খিলগাঁও-মাদারটেক যাত্রী পরিবহন করতেন তারা। বেশ কয়েকদিন ধরে ইমন নামে এক ব্যক্তি লেগুনা স্ট্যান্ডে চাঁদা দাবি করে আসছিলেন।  

তিনি বলেন, আজ রাতে ইমনসহ কয়েকজন রামপুরা ব্রিজের পাশে বনশ্রী প্রবেশের মুখে লেগুনা স্ট্যান্ডে গিয়ে চাঁদা নেওয়ার চেষ্টা করলে আমরা বাধা দেই। এ সময় তারা হাসানকে ছুরিকাঘাত করলে আমি বাধা দিলে আমাকেও ছুরিকাঘাতে করেন। এরপর তারা পালিয়ে যান।

হাসান পরিবারের সঙ্গে রামপুরা কুঞ্জবন এলাকায় থাকতেন। নিজের লেগুনা নিজেই চালাতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাসানের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।