ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

টাংগুয়ার হাওরে ৮ লাখ টাকার জাল ও নৌকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
টাংগুয়ার হাওরে ৮ লাখ টাকার জাল ও নৌকা জব্দ

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওর থেকে ৬টি বেড় জাল ও একটি নৌকা জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) ভোরে টাংগুয়ার হাওরে গোপন সংবাদের ভিত্তিতে আনসার সদস্যরা অভিযান চালিয়ে জাল ও নৌকা জব্দ করেন।

দুপুরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোস্তফা ফরিদুল আলমের নেতৃত্বে ও উপজেলা প্রশিক্ষিকা সুমাইয়া সুলতানাসহ টাংগুয়ার হাওরের গোলাবাড়ি, রামসিংহপুর, রূপনগর আনসার ক্যাম্পের আনসার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ৬টি বেড় জাল ও একটি নৌকা জব্দ করেন। এ সময় জেলেরা নৌকা রেখে পালিয়ে যান।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তফা ফরিদুল আলম জানান, অভিযানে জব্দ করা তিন হাজার ফুট বেড় জাল ও নৌকাটির মূল্য আনুমানিক ৮ লাখ টাকা। জাল ও নৌকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, জালগুলো দুপুরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। টাংগুয়ার হাওর রক্ষা প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।