ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে ট্রলিচাপায় স্ত্রী নিহত, স্বামী-সন্তান আহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
শেরপুরে ট্রলিচাপায় স্ত্রী নিহত, স্বামী-সন্তান আহত 

শেরপুর: শেরপুরে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রলির নিচে পড়ে হাসি বেগম (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী-সন্তানসহ তিনজন।

 

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে শহরের নওহাটা এলাকার পৌর কবরস্থানের সামনে শেরপুর-ঝিনাইগাতী আঞ্চলিক মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।  

নিহত হাসি বেগম ঝিনাইগাতী উপজেলার দড়িকালিনগর এলাকার মো. মোখলেছুর রহমানের স্ত্রী। এ ঘটনায় মোখলেছুর রহমান ও তার দুই বছর বয়সী শিশু সন্তানসহ অপর মোটরসাইকেলের চালক আহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মোখলেছুর রহমান ও তার স্ত্রী হাসি বেগম তাদের দুই বছর বয়সী ছেলেকে ডাক্তার দেখিয়ে শেরপুর শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় শেরপুর-ঝিনাইগাতী মহাসড়কের নওহাটা এলাকার পৌর কবরস্থানের সামনে মোখলেছুর রহমান আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করতে যান।  

এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রলিকে সাইড দিতে গেলে অপর মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে ট্রলির নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান হাসি বেগম। আর আহত হন মোখলেছুর রহমান, তার শিশু সন্তান ও অপর মোটরসাইকেলের চালক। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। মোখলেছুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম জানান, নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, অক্টোবর ২০২৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।