ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

ঢাকা: রাজধানীর দক্ষিণখানে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তারা হলেন- লুৎফর রহমান সানি ও বোরহান উদ্দিন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে হামলার ঘটনা ঘটে। পরে প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

লুৎফর রহমান সানি ও বোরহান উদ্দিনের নামে আগে মামলা ছিল। নতুন মামলাও হয়েছে। সেগুলো দেখিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। এসব বিষয়ে নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) তাইজুর রহমান মির্জা।

জানা গেছে, সকালে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ডকে বেদম মারধর করে ২০-৩০ জনের একদল দুর্বৃত্ত। তারা দেশিয় অস্ত্র হাতে জোর করে ক্যাম্পাসে ঢোকে। তাদের হামলায় বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ইনচার্জ রাহাত, হাবিব, মনির, বিল্লালসহ ৬/৭ আহত হন। তাদেরকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে পরে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্যাম্পাসে হামলা ও ভাঙচুর বিষয়ে বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সিনিয়র সহকারী পরিচালক (লিগ্যাল অ্যান্ড ল্যান্ড) সাইফুল ইসলাম জানান, সকালে পরীক্ষা চলাকালীন কিছু দুর্বৃত্ত জোরপূর্বক ক্যাম্পাসে প্রবেশ করে। তারা প্রশাসনিক ভবন, ক্যাশ কাউন্টার, অ্যাডমিশন রুমসহ ক্যাম্পাসের বিভিন্ন অংশে ভাঙচুর ও লুটপাট করে। এতে বিশ্ববিদ্যালয়ের অনেক ক্ষতি সাধন হয়েছে।

তিনি আরও জানান, সানি ও বোরহান আওয়ামী লীগ সরকারের দোসর। তাদের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। তারা দুইজন এর আগেও জোরপূর্বক বিশ্ববিদ্যালয় দখল করার চেষ্টা করলে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় মামলা করেছিল।

দক্ষিণখান থানা (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা তাইজুর রহমান মির্জা বাংলানিউজকে বলেন, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় মামলা হয়েছে। লুৎফর রহমান সানি ও বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের কোর্টে চালান করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এমএমআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।