ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় গরু নিয়ে আনন্দ মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় গরু নিয়ে আনন্দ মিছিল

রাজশাহী: রাজশাহীতে গরু নিয়ে শোডাউন ও আনন্দ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় এ বিশেষ আনন্দ মিছিলের আয়োজন কর হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৫টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের শোডাউন শুরু হয় নগরের আলুপট্টি মোড় থেকে। আনন্দ মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ট্রাকের ওপর একটি লাল রঙের গরু নিয়ে শোডাউন করেন শিক্ষার্থীরা। ট্রাকের পেছনে থাকা শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শেষ হয় সিএনবি মোড়ে গিয়ে।

রাতে শিশু একাডেমি মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরে সেখানে সবার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে গণভোজ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, আনন্দ মিছিলের সময় ট্রাকে করে ঘোরানো গরুটি একজনের কাছ থেকে শোডাউনের জন্য আনা হয়েছে। শোডাউনের কর্মসূচি শেষে গরুটি আবারও ফেরত দেওয়া হয়েছে। তবে গণভোজের জন্য বাজার থেকে আলাদা করে মাংস কেনা হয়েছে।

সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগকে সম্প্রতি নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সেই আনন্দ উদযাপন করতেই এমন আয়োজন।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।