ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মোতালিব হত্যা মামলায় আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
মোতালিব হত্যা মামলায় আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর হাজারীবাগে নিহত শিক্ষার্থী আব্দুল মোতালিব হত্যা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, আওয়ামী লীগ নেতা মারুফ হোসেন (৬১) ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ২২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন সঞ্জয় (৩১)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, গ্রেপ্তার মারুফ হোসেন নিউ সুপার মার্কেট দোকান মালিক সমিতির তিন বারের সভাপতি ও আওয়ামী লীগের অর্থ যোগানদাতা। গ্রেপ্তার মাহবুব হোসেন সঞ্জয় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর আক্রমণকারী অস্ত্রধারী হেলমেট বাহিনীর সক্রিয় সদস্য।

হাজারীবাগ থানার বরাত দিয়ে ডিসি তালেবুর রহমান বলেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আরও অনেক ছাত্র-জনতার সঙ্গে সরকার পতনের এক দফা দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন শিক্ষার্থী আব্দুল মোতালিব।

এ সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে আবদুল মোতালিব গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় গত ৩০ আগস্ট হাজারীবাগ থানায় জনৈক শেখ মুহা. মাছুম বিল্লাহ একটি হত্যা মামলা দায়ের করেন।

ডিসি আরও বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মোতালিব হত্যায় জড়িত মারুফ হোসেন ও মাহবুব হোসেন সঞ্জয়কে হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও এ হত্যার ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এসসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।