ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে হত্যা মামলার আসামি সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
মেহেরপুরে হত্যা মামলার আসামি সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

মেহেরপুর: গাংনী উপজেলার বাওট গ্রামের নাহারুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত নয় নম্বর আসামি সাবেক ইউপি সদস্য মহিবুল ইসলামকে (৬৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২।

শুক্রবার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন সেন্টার (সিপিসি-৩) মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি আশরাফ উল্লাহ পিপিএম।

এর আগে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছেলে ঝন্টুর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার সকালে গ্রেপ্তার মহিবুল ইসলামকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার মহিবুল ইসলাম গাংনী উপজেলার বাওট গ্রামের মৃত ওয়াজ উদ্দীন মণ্ডলের বড় ছেলে। তিনি মটমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার)।

মেহেরপুর ক্যাম্পের কমান্ডার জানান, একই মামলায় গত ৭ অক্টোবর ভোরে মহিবুল ইসলামের দুই ছেলে মো. সাহাবুর রহমান মিন্টু (৪০) ও মো. শাহা আলম ওল্টুকে (২৮) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আব্দুলপুর গ্রামে তাদের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র‌্যাব। তারা মেহেরপুর জেলা কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, গত ৬ আগস্ট রাত ১০টার দিকে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বাওট গ্রামের কুরু বিশ্বাসের ছেলে নাহারুল ইসলাম (৫৫) নিহত হন। এতে আহত হন উভয়পক্ষের আটজন। আহতরা হলেন, নিহত নাহারুল ইসলামের বড় ভাই আইনাল হোসেন (৬২), আব্দাল হোসেন (৫৮), ইনামুল হক (৪০) ও তার ছেলে সিয়াম (১৭)।

অপরপক্ষের আহত হন মটমুড়া ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার বিএনপি নেতা মহিবুল ইসলাম (৬৮), ভাই সাবেক মেম্বার বিএনপি নেতা আশরাফুল ইসলাম কালু (৫৬), হামিদুল ইসলাম (৪৬) ও আমিরুল ইসলাম (৪০)।

এ ঘটনায় নিহত নাহারুল ইসলামের ছেলে নাজমুল হোসেন বাদী হয়ে গাংনী থানায় ১১ জনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।