ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলা, আটক ১৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলা, আটক ১৮

পটুয়াখালী: জেলার দুমকির পায়রা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় টহল দলের ওপর হামলা অভিযোগে ১৮ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার আংগারিয়া ইউনিয়নের পশ্চিম আঙ্গারিয়া এলাকায় পায়রা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সূত্র জানায়, মা ইলিশ শিকারের সময় উপজেলা টাস্কফোর্সের নিয়মিত অভিযানে মাছ ধরার অভিযোগে দুইজন জেলেকে আটক করে। এতে ক্ষিপ্ত হয়ে পার্শ্ববর্তী উপজেলা বাকেরগঞ্জের দুধল মৌ এলাকা থেকে ট্রলারযোগে প্রায় অর্ধশত নারী-পুরুষ এসে প্রশাসনের ওপর হামলা চালায়। এসময় ইঞ্জিনচালিত একটি ট্রলার জব্দসহ ১৮ জন জেলেকে আটক করা হয়।

আটকরা হলেন- আনোয়ার হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২৩), কামাল হাওলাদারের ছেলে সাবু হাওলাদার (২০), জালাল হাওলাদারের ছেলে শাওন হাওলাদার (২০), জব্বার নকীবের ছেলে ইমাম নকীব (২৭), টিপু হাওলাদারের ছেলে হাফিজুল ইসলাম (১৮), মৃত আবদুল গনি হাওলাদারের ছেলে মো. নাসির হাওলাদার (৫২), সৈয়দ মাহবুবুল আলমের ছেলে সৈয়দ ফাহাজুল হাওলাদার (৩৯), মৃত আবদুল বারেক হাওলাদারের ছেলে মো. রিয়াজ হাওলাদার(৩৩), মৃত আকবর গাজীর ছেলে হালিম গাজী (৫৫), আবদুল আজিজ খলিফার ছেলে সিয়াম আহমেদ (২৮), নূর জামাল নকীবের ছেলে শাওন নকিব (১৯), নাসির হাওলাদারের ছেলে মো. রিজন হাওলাদার (১৮), নুরুল আলম বিশ্বাসের ছেলে জহিরুল ইসলাম (১৮) ও দেলোয়ার হাওলাদারের ছেলে মো. রনি হাওলাদার (৩০)। আটককৃত সকলের বাড়ি বাকেরগঞ্জের উত্তর দুধালো মৌ এলাকায়।  

পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুমকি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহীন মাহমুদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান ভ্রাম্যমাণ আদালতে দুইজন জেলেকে এক বছর, ১২ জেলেকে সাত দিনের কারাদণ্ড দেন ও চারজন জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। আটক করে দুমকি থানায় সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।