ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে গোয়ালঘরে মিলল রাসেল ভাইপার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
দিনাজপুরে গোয়ালঘরে মিলল রাসেল ভাইপার

দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলায় গোয়ালঘর থেকে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ধর্মপুর বনবিটের বিট কর্মকর্তা মহসীন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে বিরল উপজেলার বামনগাঁও আঙ্গারগিলা এলাকার আমিনুদ্দিনের বাড়ির গোয়ালঘর থেকে সাপটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

জানা গেছে, প্রতিদিনের মত সন্ধ্যার পর গোয়াল ঘরে গরুর খাবার দেওয়ার জন্য যান আইনুদ্দিনের পরিবারের লোকজন। এসময় টর্চ লাইটের আলোতে তারা সাপটিকে দেখতে পান। পরে স্থানীয়রা এসে রাসেল ভাইপার সাপটির লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন। পরে মুঠোফোনে বিট কর্মকর্তাকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে ধর্মপুর বনবিটের বিট কর্মকর্তা মহসিন আলী বলেন, বৃহস্পতিবার রাতে স্থানীয়রা মুঠোফোনের মাধ্যমে একটি সাপের কথা জানেন। আমরা সঙ্গীয় দলবলসহ ঘটনাস্থল আইনুদ্দিনের বাসায় পৌঁছানোর আগেই স্থানীয়রা আতঙ্কিত হয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। আমরা সাপটিকে মৃত অবস্থায় উদ্ধার করি। প্রাথমিক বিবরণী প্রস্তুত করে রাতেই সাপটিকে মাটি চাপা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।