ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মরদেহ গোসলের সময় দেখা গেল গলায় আঘাতের চিহ্ন, স্ত্রী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
মরদেহ গোসলের সময় দেখা গেল গলায় আঘাতের চিহ্ন, স্ত্রী গ্রেপ্তার প্রবাসী ইসমাইল হোসেন

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ইসমাইল হোসেন (৩৩) নামে প্রবাসী স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী লিমা আক্তারকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে ওই প্রবাসীর মরদেহ দাফনের জন্য গোসল করানোর সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  

এর আগে, রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাঁশতলা গ্রামের ছিদ্দিক চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন একই গ্রামের সায়েদুল হকের ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন বছর আগে লিমাকে বিয়ে করেন সৌদি আরব প্রবাসী ইসমাইল। এক সপ্তাহ আগে তিনি দেশে ফিরেন। গতকাল রোববার রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। ইসমাইল স্ত্রী সহ আলাদা ঘরে ঘুমিয়ে পড়েন। স্ত্রীর সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয়ে কথা কাটাকাটি হয় ইসমাইলের। ধারণা করা হচ্ছে, ওই দ্বন্দ্বের জেরে অভিযুক্ত লিমা আক্তার তার স্বামী ইসমাইল হোসেনকে নিজে বা কারো সহায়তায় শ্বাসরোধ অথবা মাথায় আঘাত করে হত্যা করে। কিন্তু ভিকটিমের পরিবারকে স্ত্রী লিমা জানায় স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরের দিকে ওই প্রবাসীর মরদেহ দাফনের জন্য গোসল করানোর সময় গলায় কালো আঘাতের চিহ্ন দেখা যায়। এতে মৃত্যুর বিষয়টি নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়।  

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় মঙ্গলবার সকালে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে হাজির করা হবে।

বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।