ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
দৌলতপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হরিণগাছি গ্রামের মাদরাসা মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে।

 

মৃত শিশুরা হলো- ওই এলাকার খোদা বকসের ছেলে নূর আমিন (৫) ও মিজার আলীর মেয়ে ফাতেমা (৪)। এরা সম্পর্কে আপন চাচাতো ভাইবোন।

স্থানীয় বাসিন্দা রবজেল হোসেন জানান, বিকেলে বাড়ির পাশের পুকুর পাড়ে একসঙ্গে খেলছিল চাচাতো ওই দুই ভাই-বোন। পরে অনেকক্ষণ শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ওই পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।  

রিফাইতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মান্নান রানা বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।