ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে অগ্নিকাণ্ডে তিন দোকান ভস্মীভূত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
গৌরনদীতে অগ্নিকাণ্ডে তিন দোকান ভস্মীভূত

বরিশাল: বরিশালের গৌরনদীতে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত হয়েছে। শনিবার (৩ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে উপজেলার টিএন্ডটি মোড় এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, টিএন্ডটি মোড়ের ব্যবসায়ী জাকির হোসেনের পারটেক্সের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মূহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পরলে ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পারটেক্সের দোকানসহ পার্স ব্যবসায়ী সাকিল হাওলাদার ও মুদি ব্যবসায়ী আবুল শরীফের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে তিন ব্যবসায়ীর কমপক্ষে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ব্যবসায়ীদের এক কোটি টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।