ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ছাত্রলীগ নেতা কালা মাসুদ গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
ছাত্রলীগ নেতা কালা মাসুদ গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে পাঁচ হত্যা মামলার আসামি উত্তরা-১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদ আলী ওরফে কালা মাসুদকে (২৫) গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।

রোববার (৩ নভেম্বর ) তুরাগের আহালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মাসুদ আলীকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার মাসুদ আলী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আলমগীর হোসেন হত্যাসহ উত্তরা পশ্চিম থানার পাঁচটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি। মামলাগুলোর তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মাসুদ আলীকে আজ রোববার গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উত্তরা ১ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি।  

তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি মাদক মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।