ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শামা ওবায়েদের নামে হত্যা মামলা প্রত্যাহারের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
শামা ওবায়েদের নামে হত্যা মামলা প্রত্যাহারের দাবি

ফরিদপুর: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন বিএনপি তার অঙ্গ সংগঠন।

রোববার (৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে সালথা উপজেলার সাড়ুকদিয়া বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

মিছিল শেষে সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এক প্রতিবাদ সমাবেশ করা হয়।  

আটঘর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব খানের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা মাহফুজুর রহমান খানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদুর রহমান, সাধারণ সম্পাদক আলী মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক রাশেদ মৃধা, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুর খান, উপজেলা যুবদল নেতা শাফিকুল ইসলাম, সাইফুল খান, শহিদুল ইসলাম, মানোয়ার হোসেন, কালাম মাতুব্বর, আমির হামজা, আনিছুর রহমান, ছাত্রদল নেতা মাসুদ, হাসিবুল প্রমুখ।  

এছাড়া বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শামা ওবায়েদ নগরকান্দায় না থাকা সত্ত্বেও নগরকান্দা-সালথা বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে তার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অনতিবিলম্বে শামা ওবায়েদ ইসলাম রিংকুর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।