ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় কাঁচাবাজারে যৌথবাহিনীর অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
মাগুরায় কাঁচাবাজারে যৌথবাহিনীর অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

মাগুরা: মাগুরার একতা কাঁচাবাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে।  

সোমবার (৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে বিভিন্ন আড়তে পণ্যের যথাযথ মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা এবং চালান কপিতে কারচুপি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ব্যবসায়ীদের কাঁচাবাজারে পণ্যের মূল্য তালিকা ও সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করার নিদের্শ দেওয়া হয়।

পাশাপাশি পণ্যের ক্রয় ও বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙ্গিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।

এ যৌথ অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট শাহরিয়া, ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক প্রকাশ চন্দ্র সরকারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।