ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাবেক মন্ত্রী শাজাহান খান ঢামেকে ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
সাবেক মন্ত্রী শাজাহান খান ঢামেকে ভর্তি

ঢাকা: গণঅভ্যুত্থানে উৎখাত হওয়া আওয়ামী লীগ সরকারের মন্ত্রী থাকা শাজাহান খান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি হয়েছেন। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে শাজাহান খানকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। নিয়ম অনুযায়ী হাসপাতালের টিকিট কেটে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক শাজাহানের কিছু পরীক্ষা করান। এরপর তাকে হাসপাতালের নতুন ভবনে দ্বিতীয় তলায় হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়।

গ্রেপ্তার হওয়ার পর আদালতে তোলা হলে বিচারক শাজাহানকে রিমান্ডে পাঠান। সেখানে তিনি অসুস্থ বোধ করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা বলেন, অসুস্থ হওয়ায় শাহজাহান খানকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বুকে ব্যথা ও শরীর দুর্বল বলে জানিয়েছেন। উনার প্রেসার হাই, এছাড়া তার হার্টে রিং স্থাপন করা হয়েছিল। শারীরিক কিছু পরীক্ষা করে তাকে হৃদরোগ বিভাগে (সিসিইউতে) ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও যাত্রাবাড়ী থানার সদস্যরা সাবেক মন্ত্রী শাজাহান খানকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছে। তিনি হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।