ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীরটেক বস্তিতে সেনা অভিযান, গ্রেপ্তার ৭৪

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
কেরানীরটেক বস্তিতে সেনা অভিযান, গ্রেপ্তার ৭৪

ঢাকা: গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানাধীন কেরানীরটেক বস্তিতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ, মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আইএসপিআর জানায়, রোববার (০৩ নভেম্বর) মধ্যরাত থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন ও ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের একটি মিশ্র দল, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশের সমন্বয়ে টঙ্গী রেলওয়ে স্টেশন ও এর পাশের কেরানীরটেক বস্তি ও আবাসিক হোটেলে যৌথ অভিযান চালায়।

অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য (দেশি-বিদেশি মদ, বিয়ার, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা), নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকা, স্বর্ণালংকার, ছিনতাই করা মোবাইল ফোন, কিছু বিদেশি মুদ্রা জব্দ করা হয়।  


এ অভিযানে মাদক সংরক্ষণ, বিক্রয়সহ নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৭৪ জনকে (৫৩ জন পুরুষ এবং ২১ জন নারী) গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতদের অধিকাংশই অভিযান চলাকালে নেশাগ্রস্ত ছিলেন। তাদের নামে থানায় মাদক এবং ছিনতাইয়ের মামলা রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে তাদের টঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর এ অভিযানে স্থানীয় জনসাধারণ স্বস্তি প্রকাশ করেছেন। এর ফলে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক উন্নয়ন হবে বলে আশা করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সব ধরনের অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখতে সেনাবাহিনীর এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

আইএসপিআর আরও জানায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখতে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪
এমইউএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।