ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের নারিকেল তলা এলাকায় বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু (২৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও চারজন নির্মাণ শ্রমিক।

সোমবার (০৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া শহরের নারিকেল তলা এলাকার আবুল কাশেমের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া থানার ভাঙ্গামোড় ইউনিয়নের খুচাবার গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

আহতরা হলেন- একই এলাকার শহিদ (২৬), সাজু (১৬), সবুজ (২৬) ও সুমন (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কাশেমের নির্মাণাধীন ছয়তলা ভবনের সামনে দিয়ে পিডিবির মেইন বৈদ্যুতিক লাইন। কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ছাড়াই ওই ভবনের নির্মাণ কাজ চলছিল। নিচে থেকে দড়ি বেঁধে রড ওপরে তোলার কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় অসাবধানতাবশত রডের এক প্রান্ত বৈদ্যুতিক লাইনের সঙ্গে লাগলে বিদ্যুতায়িত হয়ে ছয়তলা থেকে রাজু নিচে পড়ে যান। এ সময় আরও চার শ্রমিক বিদ্যুতায়িত হয়ে আহত হন।  

স্থানীয়রা তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।        

আহত শ্রমিক সবুজ জানান, ১৫ দিন আগে আমাদের এলাকার নূরনবী নামে এক ব্যক্তির মাধ্যমে ওই ভবনে কাজ করতে আসি। ২০ জনের মতো শ্রমিক ভবনের নির্মাণ কাজে ব্যস্ত ছিলেন। আমরা কয়েকজন নিচ থেকে রড টেনে তোলার কাজ করছিলাম। আর তখনই এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আমাদের কাজে নিয়ে আসা ফোরম্যান নূরনবী পালিয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার জানান, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।