ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাশিয়ানীতে রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
কাশিয়ানীতে রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় আব্দুল কুদ্দুস শেখ (৬৫) নামে এক রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে কাশিয়ানী উপজেলার রাজপাট দক্ষিণপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত রংমিস্ত্রি আব্দুল কুদ্দুস রাজপাট দক্ষিণপাড়ার বাসিন্দা।  

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফি উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন আব্দুল কুদ্দুস। এসময় তাকে দুর্বৃত্তরা ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
তিনি আরও জানান, নিহতের মেয়ে কয়েক মাস আগে তার স্বামী রফিকুল সরদারের নামে মামলা করেছেন। এর জেরে আব্দুল কুদ্দুসকে হত্যা করা হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।