ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আরেক মামলা থেকে খালাস পেলেন সালাহউদ্দিন আহমেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
আরেক মামলা থেকে খালাস পেলেন সালাহউদ্দিন আহমেদ

কক্সবাজার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আরও একটি মামলা থেকে খালাস পেয়েছেন। ২০১১ সালে দায়ের করা একই মামলা থেকে বিএনপির আরও ১৫ নেতাকর্মীকেও খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে এ আদেশ দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) ও স্পেশাল ট্রাইব্যুনাল-৩’র বিচারক সাইফুল এলাহী। মামলার শুনানিতে অংশ নেন আসামি পক্ষের আইনজীবী শামীম আরা স্বপ্না। সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবদুর রশিদ।

কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না জানান, দীর্ঘ তদন্ত শেষে মঙ্গলবার মামলার চার্জ গঠন করা হয়। ওই মামলায় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে চার্জ গঠন করেন স্পেশাল আদালত। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকায় সালাহউদ্দিন আহমেদসহ অন্যদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

এ মামলায় বিএনপি নেতা হেফাজতুর রহমান টিপু, জিয়াউল কবির, ইমরুল হাসান হান্নান ও মৌলভী রফিক আহমদের বিরুদ্ধেই চার্জ গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

খালাস পাওয়া বিএনপি নেতাকর্মীরা হলেন- জয়নাল, রুবেল বড়ুয়া, আজিজুল হক, জালাল উদ্দিন, আবদুর রহিম, নুরুল আমিন, জসিম উদ্দিন ওরফে কানা জসিম, সাইফুল ইসলাম, সেলিম উল্লাহ ওরফে রাইফেল সেলিম, ইব্রাহিম খলিল, মো. হোছন, মো. বাবুল, সাইফুল ইসলাম, মো. ইব্রাহিম ও মনজুর আলম।

সালাহউদ্দিন আহমেদ কক্সবাজারের চকরিয়ায় দায়ের করা তিনটি মামলায় বেকসুর খালাস পেয়েছেন।

উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে ২০১১ সালের ৩ জুন চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণাকালে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় ২০ জনের নাম উল্লেখসহ আড়াই হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছিল। মামলার ৭ নম্বর আসামি ছিলেন সালাহউদ্দিন আহমেদ। মামলায় ৬ জনকে গ্রেপ্তার ও অন্য সবাইকে পলাতক দেখিয়ে চকরিয়া থানায় মামলা রুজু করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
এসবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।