ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুলিশের বিশেষ চেকপোস্টে মাদকসহ তিন কারবারিকে গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
পুলিশের বিশেষ চেকপোস্টে মাদকসহ তিন কারবারিকে গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর কোতোয়ালি ও সূত্রাপুরে পুলিশের বিশেষ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির লালবাগ বিভাগের কোতোয়ালি ও সূত্রাপুর থানা পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলেন- সুমন চন্দ্র দত্ত (৪৫), শাহ পরান (২১) ও নাসিবুর রহমান ওরফে নাছিব (৪৬)।

বুধবার (৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে কোতোয়ালি থানার বাবুবাজার ব্রিজ এলাকা ও সূত্রাপুর থানার হানিফ টাওয়ারের সামনে বিশেষ চেকপোস্ট চলাকালে মাদক উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। বাবুবাজার ব্রিজ সংলগ্ন রাস্তার ওপর কোতোয়ালি থানা পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম চলছিল। রাতে চেকপোস্টে একটি প্রাইভেটকার তল্লাশি করার সময় দুটি কার্টন পাওয়া যায়। সন্দেহজনক হওয়ায় পুলিশ ওই কার্টন তল্লাশি করলে কার্টনের মধ্যে ৩১ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১৫ লাখ ৫০ হাজার টাকা। এ সময় প্রাইভেটকারের চালক শাহ পরান ও প্রাইভেটকারে থাকা সুমন চন্দ্র দত্তকে গ্রেপ্তার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে কোতোয়ালি থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করতেন।

প্রসঙ্গত, টাপেন্টাডল ট্যাবলেট ‘খ’ শ্রেণির মাদক হিসেবে ২০২০ সালের ৮ জুলাই থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তফসিলভুক্ত। মাদকসেবীরা টাপেন্টাডল ট্যাবলেটকে ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহার করে থাকে।  

অন্যদিকে মঙ্গলবার রাতে সূত্রাপুর থানার হানিফ টাওয়ারের সামনে পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালে  সন্দেহভাজন নাসিবুর রহমানের কাঁধে থাকা একটি কালো রঙের ব্যাগ তল্লাশি করে এক হাজার চার পিস ইয়াবা ট্যাবলেট (মূল্য আনুমানিক চার লাখ টাকা) উদ্ধার করা হয়। এ সময় নাসিবুরকে গ্রেপ্তার করে সূত্রাপুর থানা পুলিশ। নাসিবুরের বিরুদ্ধে ডিএমপির সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার নাসিবুর রহমান দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ইয়াবা সংগ্রহ করে সূত্রাপুর এলাকার বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।