ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সবুজবাগে ২০ মামলার আসামিসহ ৪ মাদককারবারি গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
সবুজবাগে ২০ মামলার আসামিসহ ৪ মাদককারবারি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর সবুজবাগ থানা এলাকায় যৌথ অভিযানে গাঁজা উদ্ধারসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন, তানিয়া খাতুন (৪৫), বাদশা (৪৫), ময়নাল (৭০) ও শুভ (১৯)।

বুধবার (৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আজকে সবুজবাগ থানাধীন ওহাব কলোনি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সবুজবাগ থানা সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি ওহাব কলোনি এলাকায় গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লিখিত স্থানে সবুজবাগ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথদল অভিযান চালায়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে দুই কেজি ১শ গ্রাম গাঁজা ও একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা জব্দকৃত গাঁজা বেচাকেনার উদ্দেশে তাদের হেফাজতে রেখেছিল। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সবুজবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

প্রসঙ্গত, গ্রেপ্তারকৃত মাদক সম্রাজ্ঞী তানিয়া খাতুন রাজধানীর সবুজবাগ ও যাত্রাবাড়ী থানার ২০টি মাদক মামলার এজাহারনামীয় আসামি।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।