ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালকিনিতে পানিতে ডুবে প্রাণ গেল বৃদ্ধের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
কালকিনিতে পানিতে ডুবে প্রাণ গেল বৃদ্ধের  প্রতীকী ছবি

মাদারীপুর: জেলার কালকিনিতে পালরদী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আয়নাল আকন (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে পালরদী নদীতে এ ঘটনা ঘটে।

 

নিহত আয়নাল আকন কালকিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম শিকারমঙ্গল এলাকার বাসিন্দা।

জানা গেছে, আয়নাল আকন শারীরিকভাবে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি একা কখনও নদীতে গোসল করতে যেতেন না। তবে বৃহস্পতিবার সকালে তিনি একাই বাড়ির পাশে পালরদী নদীতে গোসল করতে যান। এ সময় পা পিছলে নদীর গভীর পানিতে ডুবে যান তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরবর্তীতে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আয়নাল আকনের মরদেহ উদ্ধার করে।

নিহত বৃদ্ধের ছেলে জয়নাল আকন বলেন, আমার বাবা অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার সকালে পালরদী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে বাবার মৃত্যু হয়েছে। আমার দাদারও একইভাবে মৃত্যু হয়েছিল! 

কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার খোকন জমাদার বলেন, খবর পেয়ে ডুবুরি দলের মাধ্যমে চেষ্টা চালিয়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।