ঢাকা: রাজধানীর ডেমরা বামৈর এলাকায় অটোরিকশার ধাক্কায় ইউসুফ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৮ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত দেড়টার দিকে ঘোষণা করেন।
নিহতের মেয়ে নিপা আক্তার জানান, ডেমরা কোনাপাড়া এলাকায় একটি ফলের দোকানে কাজ করেন তার বাবা। রাতে কাজ শেষে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। পরবর্তীতে তারা খবর পান, তার বাবাকে একটি অটোরিকশা ধাক্কা দিয়েছে। পরবর্তীতে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
স্বজনরা জানান, তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার দক্ষিণ লক্ষীপাশা গ্রামে।
চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
এজেডএস/জেএইচ
বাংলাদেশ সময়: ১১:১৭ এএম, নভেম্বর ৮, ২০২৪ /