ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাইবান্ধা টার্মিনাল থেকে চুরি হওয়া বাস হিলিতে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
গাইবান্ধা টার্মিনাল থেকে চুরি হওয়া বাস হিলিতে উদ্ধার

গাইবান্ধা: গাইবান্ধা জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে হানিফ পরিবহনের একটি বাস চুরির ঘটনা ঘটেছে। পরে পার্শ্ববর্তী দিনাজপুর জেলার হাকিমপুর থানার হিলি এলাকা থেকে বাসটি উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় হানিফ পরিবহনের গাইবান্ধা শাখার ম্যানেজার রাশেদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাসটি হিলির শালাইপুর বাজার থেকে উদ্ধার হয়েছে।  

এর আগে বুধবার (৬ নভেম্বর) ভোরে বাসটি চুরি হয়।

গাইবান্ধা বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আশরাফুল ইসলাম বাদশা জানান, গাইবান্ধা-ঢাকা রোডের চেয়ার কোচ হানিফ পরিবহনের একটি বাস (গাড়িটির নম্বর ব-১৪৬৪৩০) প্রতিদিনের মতো গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনালে রাখা হয়। বাসটির বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু ভোরে বাসটি চুরি হয়।  

এরপরই বাস চুরির ঘটনায় হানিফ পরিবহনের গাইবান্ধা শাখার ম্যানেজার রাশেদ মিয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়ে চুরি হওয়া বাসটি উদ্ধারে পুলিশ মাঠে নামে। পরে হিলিতে বাসটি পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।