ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবচরে আড়িয়াল খাঁ নদে মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
শিবচরে আড়িয়াল খাঁ নদে মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ 

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (৮ নভেম্বর) সকালে উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের কলাতলা এলাকার বেড়িবাঁধ সংলগ্ন আড়িয়াল খাঁ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

জানা গেছে, সকালে বেড়িবাঁধের পাশে নদের পাড়ে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের পরনে অনেকটা নীলচে রঙের হাফপ্যান্ট এবং টিশার্ট রয়েছে। পুলিশ ধারণা, কয়েকদিন ধরে মরদেহটি পানিতে ছিল।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টার চলছে।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।