ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ হোসেন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে ওই ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত মারুফ ওই গ্রামের আব্দুল করিমের ছেলে। সে ভোলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।  

মারুফের বাবা আব্দুল করিম জানান, সকালে বাড়ির পার্শ্ববর্তী আমবাগানে একটি গাছে উঠে শুকনো ডাল ভাঙছিল মারুফ। এ সময় গাছের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের টানা সঞ্চালন লাইনে বিদ্যুতায়িত হয়ে গাছেই আটকে যায় তার ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।  

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আরমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।