ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় বেড়াতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
ঢাকায় বেড়াতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর মিরপুরে একটি আবাসিক হোটেলে আকবর আলী মণ্ডল (৩৮) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

শনিবার (০৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বন্ধুরা তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আকবর আলীর বাড়ি ভারতের মুর্শিদাবাদ ডোমকল থানার কোপরা গ্রামে। তার বাবার নাম আমির উদ্দিন মণ্ডল। এলাকায় তিনি কৃষি কাজ করতেন।
 
মৃত আকবর আলীর বাংলাদেশি বন্ধু মাহমুদুর রহমান জানান, আকবর আলীসহ ছয় বন্ধু মুর্শিদাবাদ থেকে বাংলাদেশে বেড়াতে আসেন। তারা মিরপুর ১০ নম্বর নিউ রোজ হ্যাভেন আবাসিক হোটেলের তিন তলার একটি কক্ষে ওঠেন। রাত সাড়ে ৩টার দিকে ঘুমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আকবর আলী। দ্রুত তাকে স্থানীয় অলোক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মিরপুর হার্ট ফাউন্ডেশন ঘুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, আকবর আলী এলাকায় কৃষি কাজ করতেন। ভারতে আমার মায়ের চিকিৎসার জন্য গেলে সব ধরনের সাহায্য করতেন তারা। সেই সূত্রে তাদের সঙ্গে বন্ধুত্ব হয়। শুক্রবার তারা ছয়জন মিলে বাংলাদেশে বেড়াতে আসেন এবং মিরপুর ১০ নম্বরের ওই আবাসিক হোটেলে ওঠেন। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুরের একটি আবাসিক হোটেল থেকে ওই ব্যক্তিকে বন্ধুরা অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বন্ধুরা জানান, হোটেলের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি মিরপুর থানায় অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।