ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

মাহাদী হাসান হত্যা মামলায় আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
মাহাদী হাসান হত্যা মামলায় আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহাদী হাসান পান্থ হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণের মুক্তিযোদ্ধা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ আলী ওরফে পানি আহাদ (৫৫) ও কদমতলী থানা আওয়ামী লীগ নেতা মো. ইকবাল হোসেনকে (৫৭) গ্রেপ্তার  পুলিশ।

শনিবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (৮ নভেম্বর) রাত ৩টায় কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে ইকবাল হোসেন ও আহাদ আলীকে গ্রেপ্তার করেছে কদমতলী থানা পুলিশ।

কদমতলী থানা সূত্রের বরাত দিয়ে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই বিকেল ৪টার দিকে কদমতলী থানার রায়েরবাগ একটি সুপার শপের সামনের সড়কে ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন ভুক্তভোগী মাহাদী হাসান পান্থ। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ মুখে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মাহাদী।

এ ঘটনায় গত ৮ নভেম্বর ভুক্তভোগী মাহাদীর বাবা মো. জাহাঙ্গীর হোসেন কদমতলী থানায় হত্যা মামলা করেন। পরে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার রাত ৩টার দিকে কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে আহাদ আলী ও ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তারা এ হত্যা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি। তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিসি।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
এসসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।