ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

দুই নারীকে ধরে পুলিশে দিলেন বিএনপি কর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
দুই নারীকে ধরে পুলিশে দিলেন বিএনপি কর্মীরা

ঢাকা: রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ সন্দেহে দুই নারীকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএনপি-যুবদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রোববার (১০ নভেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে তিনটার দিকে ঘটনাটি ঘটে।

পৃথকভাবে তাদের ধরে পুলিশে দেওয়া হয়।

শহীদ নূর হোসেন দিবস স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে রোববার বিকেল তিনটায় গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় আওয়ামী লীগ।

তাদের প্রতিহত করতে একই স্থানে দুপুর দুইটায় গণজমায়েত শুরু করে বৈষম্যববরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে শনিবার (৯ নভেম্বর) রাত থেকেই বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থান নেয় বিএনপি-যুবদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা যায়, বিকেল ৩টার দিকে আওয়ামী লীগ সন্দেহে এক নারীকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিকেল সাড়ে তিনটার দিকে আরেক নারীকেও একই কায়দায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। বিএনপি বা এর অঙ্গসংগঠনগুলোর কোনো নেতাকর্মী ও পুলিশ এ ঘটনাটি নিয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য দেয়নি।

এর আগে শনিবার রাতে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কর্মী সন্দেহে ৭ জনকে মারধর করে পুলিশে দেয় বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রোববার সকাল থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত একইভাবে আওয়ামী লীগ সন্দেহে অন্তত ১৮ জনকে পুলিশের হাতে তুলে দেন তারা।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এসসি/এসকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।