ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাপ্তাই হ্রদকে ঘিরে কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে: পার্বত্য উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
কাপ্তাই হ্রদকে ঘিরে কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে: পার্বত্য উপদেষ্টা

রাঙামাটি: কাপ্তাই হ্রদকে ঘিরে কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

রোববার (১০ নভেম্বর) দুপুরে রাঙামাটির জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ উন্নয়নে স্টোক হোল্ডারগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পার্বত্য উপদেষ্টা বলেন, কাপ্তাই হ্রদে পর্যটন শিল্পের প্রসার ঘটাতে হবে। সারা বছর কাপ্তাই হ্রদের পানির উৎস ধরে রাখতে বাঁশসহ পানি ধরে রাখার অন্যান্য গাছ লাগাতে হবে। হ্রদের ড্রেজিং করলে মাটিগুলো দিয়ে রাবার ড্যাম তৈরি করে মাছের উৎপাদন বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করতে হবে যদি পরিবেশের কোনো ক্ষতি না হয়।

জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা,  জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙামাটি জেলার ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল আলম ভুঁইয়াসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।