ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাহাড়ের অবিসংবাদিত নেতা এমএন লারমার ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
পাহাড়ের অবিসংবাদিত নেতা এমএন লারমার ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে প্রভাত ফেরী ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ (এমএন) লারমার ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (১০ নভেম্বর) সকালে জেলা শহরের মহাজনপাড়া সূর্যশিখা ক্লাবের সামনে থেকে প্রভাতফেরী করে চেঙ্গী স্কয়ারে গিয়ে এমএন লারমার স্মৃতি ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংশুমান চাকমা, সাংগঠনিক সম্পাদক সুধাকর চাকমা, ইউপিডিএফ গণতান্ত্রিকের সাংগঠনিক সম্পাদক অমর চাকমাসহ পাহাড়ি ছাত্র পরিষদ, মহিলা সমিতি, হিল উইমেন্স ফেডারেশন, নাগরিক সমাজ স্মৃতি ভাস্কর্যে গিয়ে পাহাড়ি জাতির অন্যতম এ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এমএন লারমা অবিভক্ত পার্বত্য চট্টগ্রামের প্রথম সংসদ সদস্য ছিলেন ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা । ১৯৮৩ সালের ১০ নভেম্বর খাগড়াছড়ির পানছড়িতে নিজের প্রতিষ্ঠিত দলের বিপৎগামী সদস্যদের গুলিতে নিহত হন।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।