গাজীপুর: বকেয়া বেতন পরিশোধের দাবিতে টানা ৫৩ ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে পোশাক কারখানার শ্রমিকরা। এ কারণে গাজীপুরের ওই এলাকা জুড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
গত শনিবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে শ্রমিকরা একটানা বিক্ষোভ ও অবরোধ করছে। সরেজমিনে সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টা পর্যন্ত তারা এ অবস্থান অব্যাহত রেখেছে।
পুলিশ, এলাকাবাসী ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি কলম্বিয়া এলাকায় টিএনজেড গ্রুপের পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক গত কয়েক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ দেই, দিচ্ছি করে দিন পার করছেন। তারা শ্রমিকদের দাবি মানছেন না।
ফলে গত সপ্তাহ থেকে শুরু হয় শ্রমিক বিক্ষোভ। বিষয়টি আমলে নিয়ে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দেয়। পরে শ্রমিকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়। তারপরও কারখানা কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি পূরণ করেনি। এ অবস্থায় গত শনিবার সকাল ৯টার দিকে শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
এর মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরে শ্রমিকরা মহাসড়কে চট, পাটি ও পলিথিন বিছিয়ে অবস্থান নিয়ে তাদের বিক্ষোভ-অবরোধ পালন শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ রয়েছে। গাজীপুরের মেট্রোপলিটন পুলিশ, শিল্প পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনসহ শ্রমিকদের বুঝিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক উত্তর) বিমল চন্দ্র বর্মণ এ ব্যাপারে বলেন, শনিবার সকাল থেকে শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ চলছে। তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরিস্থিতি কখন স্বাভাবিক হয় তা বলা যাচ্ছে না। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী কিছু কিছু যানবাহন অন্যান্য সড়ক দিয়ে চলাচল করছে।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদ মিয়া জানান, শ্রমিকের মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হচ্ছে। আশা করছি শ্রমিকরা অবরোধ তুলে নেবে। তাদের সঙ্গে আলোচনা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
আরএস/এমজে