ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

ফরিদপুরে স্কুলছাত্রকে নির্যাতন, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, নভেম্বর ১১, ২০২৪
ফরিদপুরে স্কুলছাত্রকে নির্যাতন, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক স্কুলছাত্রকে নির্যাতন ও বিকৃত ভিডিও করে চাঁদা দাবির মামলায় নাঈম (১৭) ও তুহিন (১৭) নামে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (১১ নভেম্বর) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী স্কুলছাত্র ও তারা একই স্কুলে পড়াশোনা করে। সংঘবদ্ধ গ্যাং তৈরি করে তারা সহপাঠীদের বুলিং ও মেয়েদের উত্ত্যক্ত করতো বলে অভিযোগ উঠেছে গ্রেপ্তারদের বিরুদ্ধে।

জানা যায়, গ্রেপ্তার দুই কিশোর সম্প্রতি তারা এক স্কুলছাত্রকে মারপিট করে আপত্তিকর ভিডিও করে ১০ লাখ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপর গত ৩ নভেম্বর স্কুলের পরীক্ষা শেষে বের হলে তাকে মোটরসাইকেলে তুলে আখ ক্ষেতে নিয়ে বেদম মারপিট করে। এ ঘটনার জানতে পেরে ফরিদপুরের পুলিশ সুপারের নির্দেশে মধুখালী থানায় শনিবার রাতে একটি মামলা দায়ের করা হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুরুজ্জামান জানান, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার করা হয়েছে। তাদের ফরিদপুরের আদালতে পাঠানো  হবে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।