ময়মনসিংহ: ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ কামরুল হাসান বাবু (৩৩) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত কামরুলের বাবা মো. আব্দুল হাকিম তার ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, মৃত কামরুল ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস এলাকায় আজহার ফিলিং স্টেশন এলাকার একজন হোটেল ব্যবসায়ী। ৪ অক্টোবর ওই ফিলিং স্টেশনে গ্যাস লিকেজ থেকে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়েছিলেন কামরুল ইসলাম বাবু ও তার স্ত্রী সুমি আক্তার (৩০)। এরপর টানা আট দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা যায় কামরুল।
তবে এখনো তার স্ত্রী সুমি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন নিহতের বাবা আব্দুল হাকিম।
এর আগে ঘটনাস্থলে হিমেল আহমেদ (৩২), হাসাপতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল কদ্দুস (৮৫), আবুল হোসেন (৪৫) এবং তোফাজ্জল হোসেন (৪৫) মারা যায়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, নভেম্বর ১১,২০২৪
এএটি